তাপস পাল: শেষটা ভালো হয়নি নায়কের

তাপস পাল: শেষটা ভালো হয়নি নায়কের

তবে সব ছাপিয়ে শেষ পর্যন্ত অভিনয়ের চেনা জগতে আবার ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু ফেরা হয়নি, চলে গেছেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যুর পর সে পশ্চিমবঙ্গের বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য করেছিলেন, ‘তাপস পাল রাজনীতির লোক ছিলেন না। তাঁর জনপ্রিয়তাকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছিল।

যেভাবে তিনি বিতর্ক এবং অভিযোগে জড়িয়েছিলেন, তাতে অসৎসঙ্গে সর্বনাশ কথাটা হয়তো বলা যায়।’ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ভাষ্য ছিল, ‘অসময়ে, কষ্টদায়কভাবে তাপসকে বিদায় নিতে হলো। যাঁদের হয়ে রাজনীতি করতে গিয়েছিলেন, তাঁরা যে পরিস্থিতিতে তাঁকে ফেলেছিলেন, তাপস হয়তো তারই শিকার।’ রাজনীতির শিকার হোক আর নিজের দোষে হোক, সব মিলে এটা নিশ্চিত করে বলা যায়, শেষটা ভালো হয়নি এই নায়কের।

Scroll to Top