তাঁদের কাছে যুদ্ধ মানে শান্তি, বোমা মানে ফুলের তোড়া

তাঁদের কাছে যুদ্ধ মানে শান্তি, বোমা মানে ফুলের তোড়া

কিশোর-তরুণ-বয়স্ক ফিলিস্তিনিদের প্রায় নগ্ন করে, চোখ বেঁধে হাঁটু গেড়ে রাস্তায় বা খোলা ময়দানে বসে থাকতে বাধ্য করা হয়েছে।

এই নিষ্ঠুর, অমানবিক কাজের প্রতিটি ঘটেছে বাইডেনের অনুমোদনক্রমে। বাইডেন প্রশাসন এই দুষ্কর্মের দোসর।

কারবির কথায় কিছুই যায় আসে না, কারণ যা ঘটছে তা গোপন করা যাবে না। কারণ, আমাদের চোখ খোলা। ইসরায়েলকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার যে অভিপ্রায় বাইডেনের আছে, তা–ও আর কংগ্রেসের কাছে লুকানো যাবে না।

কারবির এই তিরস্কারের কারণ তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র গাজাবাসীর বেদনা আর যন্ত্রণা লাঘবে যে ‘দানবিক’ সহায়তা করছে, ফিলিস্তিনিরা তা স্বীকার না করে অকৃতজ্ঞতার প্রমাণ রেখেছে।

কারবির মতো লোকজনের প্রশিক্ষণই দেওয়া হয় এসব চাতুরী করার জন্য। তাঁদের কাছে প্রশাসনের প্রত্যাশা থাকে তারা আজ্ঞাবহ হয়েই থাকবে। তাঁদের কাছে যুদ্ধ মানে শান্তি। ক্ষত মানে প্রশমন। বোমা মানে ফুলের তোড়া।

● এন্ড্রু মিট্রোভিকা কানাডার অনুসন্ধানী সাংবাদিক

আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত

Scroll to Top