তরঙ্গের দাম টাকায় নিতে চিঠি

তরঙ্গের দাম টাকায় নিতে চিঠি

অপারেটররা বলছে, তরঙ্গের যথাযথ ব্যবহারের জন্য এর যৌক্তিক মূল্য নির্ধারণ করা প্রয়োজন। অব্যবহৃত তরঙ্গের কোনো অর্থনৈতিক মূল্য নেই। এমনকি বরাদ্দ করা তরঙ্গও অর্থনৈতিক মূল্য তৈরি করতে পারে না, যদি না তার সঠিক ব্যবহার হয়।

গ্রাহকপ্রতি মাথাপিছু আয় কমেছে বলেও চিঠিতে উল্লেখ করেছে অপারেটররা। এ আয় ২০২১ সালে ছিল ১ দশমিক ৫০ ডলার, যা চলতি ২০২৩ সালে হয়েছে ১ দশমিক ৩৫ ডলার। এ নিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে তারা বলেছে, স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধের নীতি বর্তমান ও ভবিষ্যতের তরঙ্গ বরাদ্দসহ তরঙ্গ নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য রাখা উচিত।

এক গবেষণার কথা উল্লেখ করে অপারেটররা বলছে, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২৯টি দেশের মধ্যে ৪টি দেশ—বাংলাদেশ, পাকিস্তান, ঘানা ও নাইজেরিয়াতেই শুধু তরঙ্গের মূল্য ডলারে পরিশোধ করতে হয়। বাকি দেশগুলো স্থানীয় মুদ্রায় তা শোধ করে।

Scroll to Top