ঢাকা-১৭ আসনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন। তারা জানিয়েছেন তারেক রহমানের নির্বাচনী আসনের মানুষের আশা-আকাঙ্খা নিয়ে আলোচনা হয়েছে। দলকে আরো সংগঠিত করতে কি করণীয় তা নিয়েও আলোচনা হয়েছে।



