ব্যাটারিচালিত অটোরিকশার প্রকৃত সংখ্যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেই। সংস্থাটি সারা দেশে নিজেদের কার্যালয়ের মাধ্যমে পৌনে চার লাখের মতো নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার হিসাব বের করেছে। তবে পুলিশ ও বিভিন্ন বেসরকারি সংস্থার ধারণা, ঢাকাসহ সারা দেশে এ ধরনের ৬০ লাখের বেশি যান রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় এই সংখ্যা তিন থেকে পাঁচ লাখের মতো।
বিআরটিএ সূত্র জানিয়েছে, যন্ত্রের মাধ্যমে চলে এমন যানবাহনের অনুমোদন দেওয়ার একমাত্র এখতিয়ার বিআরটিএর। আর রিকশার অনুমোদন দেয় সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ। নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত রিকশাকে যানবাহনের মর্যাদা দেয়নি বিআরটিএ। এসব যানের কোনো নিবন্ধন নেই। এগুলোর নিবন্ধন, চলাচলের অনুমতি কিংবা এর চালকের কোনো আইনি সুরক্ষা নেই। ফলে এসব যান অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।