ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা বেড়েছে পিএসজির, কমেছে রিয়ালের

ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা বেড়েছে পিএসজির, কমেছে রিয়ালের

ড্রয়ের আগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়েছিল সিটি, শতাংশের হারে ৩২.৪৮। এখনো সিটিই সবার ওপরে, তবে শেষ আটে রিয়াল মাদ্রিদের মতো দল প্রতিপক্ষ হওয়ায় এবং জিতলে সেমিফাইনালে আর্সেনাল বা বায়ার্নের মতো প্রতিপক্ষ সামনে থাকায় ৩.০২ শতাংশ সম্ভাবনা কমে গেছে।

ড্রয়ের আগে ট্রফি জয়ের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ শতাংশ সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদের। তবে শেষ আটের দ্বিতীয় লেগ ইতিহাদে হওয়ায় এবং সেমির সম্ভাব্য প্রতিপক্ষও বড় দল হওয়ায় রিয়ালের সম্ভাবনা কমে গেছে প্রায় ৪ শতাংশ (৩.৯৪)। মোটের ওপর রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের এবার ট্রফি জেতার সম্ভাবনা কমে দাঁড়িয়েছে ১৩.০৬ শতাংশে, আট দলের মধ্যে তৃতীয় স্থানে।

ড্রয়ের পর রিয়ালকে টপকে সম্ভাবনায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পিএসজি। ফরাসি ক্লাবটির প্রতিপক্ষ বার্সেলোনা এবার লা লিগায় ট্রফি খোয়াতে যাচ্ছে, আর সেমিফাইনালে উঠলে সামনে পাওয়া যাবে আতলেতিকো বা ডর্টমুন্ডের মতো দলকে।

Scroll to Top