ডেঙ্গু: একদিনে আরও ৫ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ডেঙ্গু: একদিনে আরও ৫ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭ জনে।

বুধবার ২০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটিতে একজন করে এবং খুলনা বিভাগে দুজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৫৪ জন।

GOVT

এতে বলা হয়, বুধবার একদিনে ডেঙ্গুতে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৪৭ জন। এছাড়া ঢাকা বিভাগে ১৮৩ জন, বরিশাল বিভাগে ১১১ জন, চট্টগ্রামে ১২৮ জন, খুলনায় ১৪৫ জন, ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী।

Chokroanimation

Scroll to Top