ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২৬ জন। 

আজ মঙ্গলবার ৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের। এছাড়া একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। মৃতদের মধ্যে একজন করে রয়েছেন বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা (সিটি করপোরেশন বাদে) বিভাগে।

বলা হয়েছে, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩৭০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৩৮ জন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

GOVT

Chokroanimation

Scroll to Top