ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার | চ্যানেল আই অনলাইন

ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৯৭ জন, ঢাকা বিভাগে ২৩৯ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৫৭৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অক্টোবর মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

GOVT

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ২০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৬ হাজার ৩১৮ জন।

অপরদিকে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯৫২ জন, বাকি ২ হাজার ১৪ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

Chokroanimation

Scroll to Top