এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৫৯ জনের মৃত্যু হলো।
রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি এলাকায় ৫ জন, দক্ষিণ সিটি এলাকায় ৪ জন এবং খুলনা বিভাগে ২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৯ জন রোগী। এদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৩ জন ভর্তি হয়েছেন।
এছাড়া, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮৬ হাজার ৭৯১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।