স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় দিনের শেষে ২১১ রানের লিড নিয়েছিল শ্রীলংকা। সিলেটে তৃতীয় দিনের প্রথম সেশনে সেই লিড ৩০০ পেরিয়েছে। প্রথম ইনিংসের মতো ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দারুণ এক শতরানের জুটিতে লাঞ্চ পর্যন্ত শ্রীলংকার স্কোর ৬ উইকেটে ২৩৩ রান। দ্বিতীয় ইনিংসে তাদের লিড ৩২৫ রান।
তৃতীয় দিনের শুরুটা অবশ্যই ভালোই করেছিল বাংলাদেশ। ৪ রান করা ফার্নান্দোকে ফিরিয়েছিলেন খালেদ। তবে এরপর শুধুই হতাশার গল্প বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসের মতো এবারও দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ডি সিলভা-মেন্ডিস জুটি। গতকাল অপরাজিত থাকা ডি সিলভা কামিন্দু মেন্ডিসকে নিয়ে গড়ে তোলেন দারুণ এক জুটি।
ডি সিলভা-মেন্ডিস জুটিতে রানও এসেছে দ্রুত গতিতেই। লাঞ্চের আগে দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৮ চার ও ২ ছয়ে সাজানো ইনিংসে ডি সিলা অপরাজিত আছেন ৮৫ রানে। কামিন্দু মেন্ডিস ক্রিজে আছেন ৫ চারে সাজানো ৫০ রানের ইনিংস খেলে। এই দুই ব্যাটারের জুটি পেরিয়েছেন শতরান, ১৪৫ বলে ১০৭ রান যোগ করেছেন দুজন। বাংলাদেশের বোলারদের মাঝে খালেদ ছাড়া আর কেউই উইকেটের দেখা পাননি। উইকেট পাওয়ার মতো সম্ভাবনাও জাগেনি প্রায় পুরোটা সময়জুড়েই।
শতরানের এই জুটিতেই শ্রীলংকার লিড ৩০০ পেরিয়েছে লাঞ্চের আগেই। বিরতির আগে লংকানদের রান ৬ উইকেটে ২৩৩, লিড বেড়ে দাঁড়িয়েছেন ৩২৫ এ। ধীরে ধীরে তাই ম্যাচটাও নাগালের বাইরে চলে যাচ্ছে শান্তদের।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম