ডিএমডি পদে পদোন্নতির সাক্ষাৎকার আগামী সপ্তাহে, কর্মকর্তাদের ক্ষোভ

ডিএমডি পদে পদোন্নতির সাক্ষাৎকার আগামী সপ্তাহে, কর্মকর্তাদের ক্ষোভ

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতির জন্য প্যানেল চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পদোন্নতির জন্য সাক্ষাৎকার নেওয়া হবে।

ডিএমডি পদে পদোন্নতির জন্য বাছাই কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী, সদস্য হিসেবে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। এবার ২০ থেকে ২২টি শূন্য পদের বিপরীতে ৩২ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, সরকারি ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে গত ৩০ জুন পর্যন্ত যাঁরা দুই বছর অতিক্রম করেছেন, শুধু তাঁরাই প্যানেলের মধ্যে এসেছেন। তবে ডিসেম্বর পর্যন্ত যতগুলো ডিএমডি পদ শূন্য হবে, তার বিপরীতে পদোন্নতি দেওয়া হবে। ফলে জুনের পরে যাঁরা পদোন্নতির যোগ্য হবেন, তাঁরা এতে স্থান পাচ্ছেন না। সে জন্য জুন পর্যন্ত যেসব পদ শূন্য হয়েছে, সেই পদগুলোর বিপরীতে নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

Scroll to Top