এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৪ সালে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতি ৯ সেকেন্ডে একজন করে মারা গেছেন এই রোগে। আক্রান্তের সংখ্যায় শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের আগস্টে প্রকাশিত সর্বশেষ ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, বিশ্বব্যাপী বর্তমানে ২০ থেকে ৭৯ বছর বয়সী ৫৮৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।অর্থাৎ প্রতি ৯ জনে একজন এই রোগে ভুগছেন।
এদের মধ্যে ২৫২ মিলিয়ন রোগীর এখনো রোগ শনাক্ত হয়নি। ফলে তারা জটিলতায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। একই বছরে ডায়াবেটিসজনিত চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় ব্যয় হয়েছে এক ট্রিলিয়ন মার্কিন ডলার। গত ১৭ বছরে এ ব্যয় বেড়েছে ৩৩৮ শতাংশ।
ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে চীন শীর্ষে রয়েছে ১৪৮ মিলিয়ন রোগী নিয়ে। এরপর আছে ভারত ১০১ মিলিয়ন এবং পাকিস্তান ৩৬ মিলিয়ন রোগী নিয়ে। বাংলাদেশ আক্রান্তের তালিকায় সপ্তম স্থানে রয়েছে। বর্তমানে দেশে প্রায় ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) মানুষ ডায়াবেটিসে ভুগছেন।
বিশ্বের শীর্ষ ২০ আক্রান্ত দেশ হিসেবে তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, জাপান, মিশর, ইরান, ফিলিপাইন ও সৌদি আরব উল্লেখযোগ্য। ডায়াবেটিসের প্রাদুর্ভাবে পাকিস্তান শীর্ষ স্থানে রয়েছে। দেশটিতে জনসংখ্যার ৩০ দশমিক ৮ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত।
ওজন বৃদ্ধি, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং দ্রুত শনাক্তকরণ কার্যক্রম জোরদার না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
ডায়াবেটিসকে ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করে বিশেষজ্ঞরা সতর্ক করেন, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে মানবজীবনের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব আরও বাড়তে পারে।





