ঠিক সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা…

ঠিক সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা…

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনেপ্লেক্সে শোকের ছায়া। অভিনয়শিল্পী, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক—অনেকেই উপস্থিত সেখানে। সবার মধ্যে দ্বিধা, সিনেমাটি আজ দেখানো হবে কি না। পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে তখন জানান, সিনেমা যেন দেখানো হয়। রুবেল সিনেমাটা ভালোবাসতেন, অভিনয় ভালোবাসতেন। রুবেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্য দিয়ে।
নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তাঁরা সিনেমা দেখতে চান কি না। দর্শকেরাও তখন জানান যে সিনেমার মধ্য দিয়ে শিল্পী রুবেলের প্রতি তাঁরা শ্রদ্ধা নিবেদন করতে চান। প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। তারপর সবার মতামত সাপেক্ষেই প্রদর্শিত হয় ‘পেয়ারার সুবাস’। অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’।

Scroll to Top