ট্রাম্পের হুমকিতে অভিবাসীবাহী ফ্লাইট অবতরণের অনুমতি দিল কলম্বিয়া

ট্রাম্পের হুমকিতে অভিবাসীবাহী ফ্লাইট অবতরণের অনুমতি দিল কলম্বিয়া

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞার হুমকির মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণের অনুমতি দিতে রাজি হয়েছে কলম্বিয়া।

আজ (২৭ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কলম্বিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভেট। যুক্তরাষ্ট্রে কলম্বিয়া থেকে যেসব অবৈধ বিদেশি প্রবেশ করেছেন, তাদেরকে অবাধে ফেরত নেওয়ার পাশাপাশি কোনো ধরনের বিলম্ব ও শর্ত ছাড়াই মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণেও অনুমতি দেবে তারা।

সেক্ষেত্রে কলম্বিয়ার পণ্যে শুল্কারোপে যে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, সেটা প্রস্তুত থাকবে জানিয়ে ক্যারোলাইন লিভেট বলেন, ওই আদেশে এখনও প্রেসিডেন্ট সই করেননি। যে কারণে এটি প্রস্তুত থাকবে, প্রয়োজনে ব্যবহার করা হবে। আর যতক্ষণ না অভিবাসীবাহী প্রথম উড়োজাহাজটি কলম্বিয়া থেকে ফেরত না আসছে, ততক্ষণ পর্যন্ত দেশটির কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও পণ্যে শুল্ক তল্লাশির আদেশ বহাল থাকবে।

এর আগে স্থানীয় সময় রোববার অভিবাসীদের তাড়িয়ে দিতে মার্কিন পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। অভিবাসীদের গ্রহণ না করলে দক্ষিণ আমেরিকার দেশটির ওপর চড়া শুল্কারোপ ও নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

GOVT

আর অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এ সময়ে অভিবাসীবাহী দুটি মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি।

Scroll to Top