ট্যাক্সি চালকদের প্রায় ২ হাজার কোটি টাকা দিচ্ছে উবার

ট্যাক্সি চালকদের প্রায় ২ হাজার কোটি টাকা দিচ্ছে উবার

অস্ট্রেলিয়ায় একটি মামলা নিষ্পত্তি করতে উবার ট্যাক্সি চালকদের ১৭৮ মিলিয়ন ডলার তথা এক হাজার ৯৫৫ কোটি টাকা দিতে সম্মত হয়েছে।

সোমবার ১৮ মার্চ বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ট্যাক্সি অপারেটর এবং ড্রাইভারদের একটি আইন সংস্থার সূত্রে এটি জানা যায়। মরিস ব্ল্যাকবার্ন আইনজীবীরা আট হাজারেরও বেশি গাড়ির মালিক এবং চালকদের পক্ষে মামলায় লড়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টে প্রায় আট হাজার ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ির মালিক ও চালকদের পক্ষ থেকে এই ক্লাস অ্যাকশন স্যুট দায়ের করা হয়। তারা উবারের বিরুদ্ধে আইন অনুযায়ী ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ি নিবন্ধন না করার অভিযোগ আনেন।

এই মামলার বর্ণনায় বলা হয়, ২০১২ সালে উবার বাজারে আসার পর নিবন্ধিত ট্যাক্সি চালকদের আয় কেড়ে নেয়। যার ফলে, তারা নিবন্ধনের জন্য যে অর্থ দিয়েছিলেন, তার মূল্য কমে যায়।

যদিও উবার দাবি করেছে, তারা জেনেবুঝে আইন ভঙ্গ করেনি।

মরিস ব্ল্যাকবার্নের প্রিন্সিপাল মাইকেল ডোনেলি এক বিবৃতিতে জানান, ‘উবার এই মামলায় জেতার জন্য প্রাণপণ লড়েছে। অবশেষে, এতগুলো বছর পর উবার যাদের ক্ষতি করেছে, তাদের প্রতি সঠিক আচরণ করতে সম্মত হয়েছে।’

Scroll to Top