টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি, গোলাপি বলে খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি, গোলাপি বলে খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৫ ১১:৩৪

দিবারাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিলেন তারা। এরপর পেরিয়ে গেছে ১৪৮ বছর। ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে আবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই বছরের মার্চে দিবারাত্রির টেস্টে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ইতিহাসের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই মেলবোর্নেই আয়োজিত হয়েছিল বিশেষ ম্যাচ। সেই ম্যাচেও স্বাগতিকরা জয় পায় ৪৫ রানে। ২০২৭ সালে পূর্ণ হয়েছে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে দিবারাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সাধারণত মার্চে এমসিজিতে টেস্ট ম্যাচ আয়োজন করা হয় না। তবে ২০২৭ সালের ১১ থেকে ১৫ মার্চ আয়োজিত হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলছেন, এটা স্মরণীয় এক ম্যাচ হবে, ‘এটা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইভেন্ট হবে। দিবারাত্রির এই ম্যাচ আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। টেস্ট ক্রিকেটের আধুনিক বিবর্তনে দুর্দান্ত এক উদযাপন হবে।’

মেলবোর্নে একসাথে খেলা দেখতে পারেন এক লাখেরও বেশি সমর্থক। এমন স্টেডিয়ামে এই বিশেষ ম্যাচ আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত টেড, ‘এই ম্যাচে অনেক বেশি সংখ্যক দর্শক উপস্থিত হবে বলে আমরা আশাবাদী। এটা দারুণ একটা ব্যাপার হবে। আমরা সবাই ম্যাচটা আয়োজনে মুখিয়ে আছি।’

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
গোলাপি বল
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি
দিবারাত্রি টেস্ট
মেলবোর্ন

Scroll to Top