টেস্টের আগে বাংলাদেশকে ভাবতে হচ্ছে বিকল্পদের নিয়েও

টেস্টের আগে বাংলাদেশকে ভাবতে হচ্ছে বিকল্পদের নিয়েও

বিকল্প ভাবতে হচ্ছে ব্যাটিংয়েও। তামিম ইকবালের এ বছর আর টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না। মুশফিক চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলছেন না। সাকিব আল হাসান তো কয়েক বছর ধরেই টেস্টে অনিয়মিত। বিপিএলের পর বিরতি দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে খেলায় ফিরলেও সাকিবকে রাখা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টের দলে। তবে ৩০ মার্চ শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্ট সাকিব খেলতে পারেন, এমন গুঞ্জন আছে। চট্টগ্রাম টেস্ট দিয়ে খেলায় ফিরলেও এটা নিশ্চিত যে তাঁকে এ বছরের সব কটি টেস্টে পাওয়া যাবে না। অভিজ্ঞদের অবর্তমানে গত নভেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট অভিষেক হওয়া শাহাদাত হোসেনকে এ বছর মিডল অর্ডারে নিয়মিত হতে দেখা যাবে। সুযোগ পাবেন ১৩টি টেস্ট খেলা সাদমান ইসলামও।

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে কাল মুশফিকের না থাকার প্রসঙ্গে এল বিকল্প ব্যাটসম্যান প্রসঙ্গও। একজন এ ক্ষেত্রে কোচের যা বলার হাথুরুসিংহে সেটাই বলেছেন, ‘মুশির অভিজ্ঞতা আমরা মিস করব। এ ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে—দীপু ও সাদমান। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকয় সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন ওরা দুহাতে লুফে নেয়।’

কোচের বার্তাটা নিশ্চয়ই শুধু ব্যাটসম্যানদের জন্য নয়, বোলারদের ক্ষেত্রেও প্রযোজ্য।

Scroll to Top