এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে জ্বালানি এবং আতশবাজি ভর্তি একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে টেসলার মালিক ইলন মাস্ক বলেছেন, টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণটি সন্ত্রাসবাদের কাজ।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইলন মাস্ক বলেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির নকশা বিস্ফোরণের প্রভাবকে কমিয়েছে যা হোটেলটিকে বড় ক্ষতি থেকে রক্ষা করেছে।
ইলন মাস্ক তার সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে লিখেন, সন্ত্রাসী হামলার জন্য হামলাকারী ভুল যানটি বেছে নিয়েছিল। সাইবারট্রাক বিস্ফোরণের মাত্রা কমিয়ে এনেছে। বিস্ফোরণে হোটেলের লবির কাচের দরজাও ভাঙ্গেনি।

পুলিশ কারো নাম প্রকাশ না করে জানিয়েছে, যারা আহত হয়েছেন তারা ঝুঁকি মুক্ত আছেন। তাদের আঘাত সামান্য। ট্রাকটি ভাড়া করা হয়েছিল এবং দুর্ঘটনার ২ ঘণ্টা আগে ট্রাকটি শহরে ঢুকে।

পুলিশ আরও জানায়, হোটেলের সামনে পার্ক করা গাড়িটি থেকে হঠাৎ ধোঁয়া উড়তে শুরু করে, তারপর বিস্ফোরণ হয়।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক সম্মেলনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হোয়াইট হাউস ঘটনাটি সম্পর্কে তদন্ত করছে এবং এই ঘটনাটির নিউ অরলিন্সে হামলার সাথে কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।