টেলিভিশনে সরাসরি সম্প্রচারকালে স্টুডিওতে বন্দুকধারীর হামলা | চ্যানেল আই অনলাইন

টেলিভিশনে সরাসরি সম্প্রচারকালে স্টুডিওতে বন্দুকধারীর হামলা | চ্যানেল আই অনলাইন

ইকুয়েডরের একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার চলার সময় স্টুডিওতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গুয়াইকিল শহরে টিসি নামে একটি টিভি চ্যানেলের স্টুডিওতে কয়েকজন বন্দুকধারী ঢুকে পড়ে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

BkashBkash

বন্দুকধারীরা স্টুডিওতে অবস্থান নিয়ে অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে। কয়েক দফা গুলিও ছোঁড়ে তারা। এতে টেলিভিশন চ্যানেলটির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই অস্ত্রধারীদের স্টুডিও থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তবে তারা ওই টিভি চ্যানেলের বেশ কয়েকজনকে জিম্মি হিসেবে অপহরণ করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেন সেই টেলিভিশন প্রোগ্রামে বন্দুকধারীরা হামলা করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইকুয়েডরে জরুরি অবস্থা জারি করার পরও মাদক চক্রের এক নেতা কারাগার থেকে পালিয়ে যায়। দেশের অনেক কারাগারে এমন আইন ভঙ্গ হলে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়।

Reneta JuneReneta June

মঙ্গলবার ৯ জানুয়ারি টিভি স্টেশনে হামলার সময় এক বন্দুকধারী বন্দিদের মধ্যে একজনের মাথায় একটি পাম্প-অ্যাকশন শটগান ধরে রাখেন। সেই ব্যক্তি অন্য একজনও রিভলবার দিয়ে ভয় দেখাচ্ছিলেন।

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, আগামী ৬০ দিন রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। জরুরি অবস্থায় সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের সময় সব ধরনের রাজনৈতিক এবং আইনি সহায়তা দেয়া হবে।

Scroll to Top