টের স্টেগানের অধিনায়কত্ব কেড়ে নিল বার্সা

টের স্টেগানের অধিনায়কত্ব কেড়ে নিল বার্সা

ক্লাবের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়ন চলছে গত মৌসুম থেকেই। গোলকিপার টের স্টেগান বার্সেলোনায় থাকবেন কী থাকবেন না, সে নিয়েই চলছে গুঞ্জন। এসবের মধ্যেই জানা গেল, নতুন মৌসুমকে সামনে রেখে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্টেগানকে।

দীর্ঘদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন স্টেগান। গত মৌসুমের প্রায় পুরোটা সময়ই ছিলেন মাঠের বাইরে। আরেক গোলকিপার সেজনির অবিশ্বাস্য পারফরম্যান্সে স্টেগানের অভাবটা টের পায়নি বার্সা। ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন সেজনি, এতে আরও চাপে পড়েছেন স্টেগান।

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও বিতর্ক পিছু ছাড়েনই স্টেগানের। ইনজুরি সংক্রান্ত তথ্য ক্লাবকে না দেওয়ায় বেজায় চটেছে কর্তৃপক্ষ। আর এতেই নেতৃত্ব হারাতে হচ্ছে স্টেগানকে।

বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন মৌসুমে নতুন অধিনায়কের নেতৃত্বেই মাঠে নামবে বার্সা, ‘মার্ক-আন্দ্রে টের স্টেগানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় এবং বিষয়টি চূড়ান্তভাবে সমাধান না হওয়া পর্যন্ত, ক্লাব, ক্রীড়া পরিচালক ও কোচিং স্টাফের সঙ্গে পারস্পরিক সম্মতিতে দলের প্রথম অধিনায়ক হিসেবে তার দায়িত্ব সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নতুন অধিনায়ক ঘোষণা না করা পর্যন্ত রোনান্ড আরাহোকেই দেখা যাবে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে।

Scroll to Top