টি-২০ ক্রিকেটে ‘কিংবদন্তি’দের একজন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে এই ফরম্যাটে রশিদ খানের আছে অনন্য কিছু রেকর্ড। এবার নতুন করে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। প্রথম বোলার হিসেবে টি-২০ ফরম্যাটে ৬৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই আফগান স্পিনার।
চোটের কারণে অনেকদিন ধরেই ছিলেন মাঠের বাইরে। ইনজুরি থেকে ফিরে মাঠে নেমেছিলেন দ্য হান্ড্রেড লিগে। ওভাল ইনভিনসিবলসের হয়ে লন্ডন স্পিরিটের বিপক্ষে মাঠে নেমে তুলে নেন তিন উইকেট। ২০ বলে ১১ রানে ৩ উইকেট পেয়েছেন রশিদ।
আর এতেই নতুন মাইলফলক ছুঁয়েছেন রশিদ। প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে রশিদ ছুঁয়েছেন ৬৫০ উইকেট। ৪৭৮টি টি-টোয়েন্টি খেলে ১৮.৫৪ গড়ে ৬৫১ উইকেট পেয়েছেন রশিদ।
ইতিহাস গড়ে উচ্ছ্বসিত রশিদ, ‘ জয় দিয়ে ফেরা ও টুর্নামেন্ট শুরু করতে পেরে ভাল লাগছে। প্রত্যাবর্তনের ম্যাচে দলকে সাহায্য করতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। আইপিএলের পর ইনজুরিতে পড়েছিলাম। এরপর শারীরিক এবং মানসিকভাবে নিজেকে তৈরি করতে হয়েছে। আমি আগের দুই মাসে বলই করিনি।’