এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মাইক্রোসফট টিকটক কিনতে আলোচনা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক কয়েক বছর ধরেই মার্কিন সরকারের নজরে রয়েছে।
আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মাইক্রোসফট চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনতে সমঝোতা করতে আলোচনা শুরু করেছে যা যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যাপটি বিক্রির জন্য ‘বিডিং যুদ্ধ’ দেখতে চান বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।
টিকটক বিক্রি সংক্রান্ত সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উত্তরে আমি হ্যাঁ বলব। বেশ কয়েকটি কোম্পানির টিকটকের প্রতি প্রচুর আগ্রহ রয়েছে।
মাইক্রোসফট এর আগেও টিকটককে অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল, তবে তা চূড়ান্ত চুক্তি করা হয়নি। কোন পক্ষই এই আলোচনা নিশ্চিত বা অস্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে দুই কোম্পানির মধ্যে সম্ভাব্য চুক্তি বিশেষভাবে প্রযুক্তি নিরাপত্তা এবং ডেটা ব্যবস্থাপনার ওপর কেন্দ্রীভূত হতে পারে।

এদিকে, মাইক্রোসফটের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি এবং ট্রাম্পের বক্তব্যের পেছনের কৌশল বা উদ্দেশ্য নিয়েও আলোচনা চলছে।
