টানা দুই জয়ে শীর্ষে বাংলাদেশ যুব দল

টানা দুই জয়ে শীর্ষে বাংলাদেশ যুব দল

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদেরে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আজ ৯১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরার  ও মোহাম্মদ আবদুল্লাহর ফিফটিতে আগে ব্যাটিং করা বাংলাদেশ তুলছিল ২৭৪ রান। পরে সামিউন বাসিরের দারুণ বোলিংয়ে ১৮৩ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ান যুবারা।

বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যুব দলকে নিয়ে ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজটা অনুষ্ঠিত হচ্ছে জিম্বাবুয়েতে। তিন দল নিজেদের মধ্যে তিনবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্টে টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

আজ আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাওয়ার প্লেতে ৭০ রান তোলেন যুবারা। ওপেনার রিফাত বেগ ৩৫ বলে ৩১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ওপর ওপেনার জাওয়াদ আবরার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন।

দলীয় ১৪৭ রানের মাথায় ৬৪ বলে ১২টি চার ১টি ছক্কার সাহায্যে ৮২ রানে থেমেছেন আবরার। মিডল অর্ডারে হাল ধরেন মোহাম্মদ আবদুল্লাহ। ৬৪ বল খেলে ৫৪ রান করা আবদুল্লাহ অপরাজিত ছিলেন শেষ অবদি। এছাড়া দেবাশিস দেবা করেন ২৪ রান। সব মিলিয়ে ৫০ ওভাারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রানে থেমেছে বাংলাদশ অনূর্ধ্ব-১৯।

পরে জবাব দিতে নেমে জিম্বাবুয়ান ওপেনার নাথানিয়েল লাবানানা ভালো শুরু করেছিলেন। তবে ৭২ বলে ৫৩ রান করে লাবানানা ফিরলে জুটি ভাঙে। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ব্রেন্ডার ২৩ বলে ২৬ রান করেছেন।

শেষ পর্যন্ত ৪২.২ ওভার ১৮৩ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সামিউন বাসির ৩ উইকেট নিয়েছেন। দুটি করে উইকট নিয়েছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম।

Scroll to Top