টাকা পাচার ও কারখানা বন্ধের কারণ জানালেন নৌ উপদেষ্টা

টাকা পাচার ও কারখানা বন্ধের কারণ জানালেন নৌ উপদেষ্টা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কিছু ব্যক্তি শুধু মাত্র টাকা পাচার ও ব্যাংক ঋণের অপব্যবহার করেছেন ফলে বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, দাবি করেছেন সরকারের নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার নয়, দায়ি তারা যারা শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়েছেন।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় সভা ও শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নৌ উপদেষ্টা বলেছেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা-পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে এবং শ্রমিকদের মজুরি দিতে পারছে না, তারা এখন দেশ থেকে পালিয়ে আছে। এ কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এর জন্য সরকার দায়ি নয়।

তিনি আরও বলেন, যেসব কারখানা ভালোভাবে চলছে, তাদের রপ্তানি সাত থেকে আট শতাংশ বেড়েছে। ভালো মালিকরা এখনো দেশে রয়েছেন এবং শ্রমিকদের যথাযথভাবে দেখভাল করছেন, ভালো ব্যবসাও করছেন।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতে পারে—এটা তার সাংবিধানিক অধিকার।

এর আগে একই ইনস্টিটিউটে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন উপদেষ্টা। সেখানে চা বাগানের শ্রমিকদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, চা বাগানে শৌচাগার না থাকা অত্যন্ত অমানবিক। এর ফলে নারী শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, অনেকের ক্যান্সার পর্যন্ত হচ্ছে। এমনকি সেখানে নিরাপদ খাবার পানিও মিলছে না।

Scroll to Top