টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – DesheBideshe

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – DesheBideshe

চট্টগ্রাম, ১৫ মার্চ – ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। আজকের ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অপরদিকে সিরিজে ফিরতে হলে শ্রীলংকার জয় ছাড়া ভিন্ন ভাবার কিছু নেই। আজকের ম্যাচেও দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব ফেলতে পারে। সেই ভাবনা থেকেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি কুশল মেন্ডিস। এতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে দুপুড় আড়াইটায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিশ্চিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সিরিজে ফিরতে এক পরিবর্তন এনেছে সফরকারীরা। মহেশ থিকসানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ওয়েল্লালাগে।

এদিকে এই সিরিজ জিতলে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে ৫৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪২টিতে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যেরই প্রমাণ মেলে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।

শ্রীলংকা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা ও দুনিথ ওয়েল্লালাগে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৫ মার্চ ২০২৪

Scroll to Top