ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৬ ট্রেন চলাচল বন্ধ

ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৬ ট্রেন চলাচল বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং (মুরাদ) কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

এ বিষয়ে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাভার পৌরসভার শিমুলতলা এলাকার ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে সভা করেছেন এবং ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে শোডাউন করেছেন যা জাতীয় সংসদ নির্বাচন আরচণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ) এবং ৮ (ক) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন। নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ তাৎক্ষণিকভাবে উক্ত জনসমাগম সরিয়ে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে দেয় মর্মে উল্লেখ পূর্বক আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের ১৯২, ঢাকা-১৯ নির্বাচনী আসনের ভিজিল্যান্স ও অবজারভেশন টিম কর্তৃক প্রদত্ত প্রতিবেদন সহকারী রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪, নির্বাচনী আসন নং-১৯২, ঢাকা-১৯ হতে পাওয়া গেছে।

নোটিশে আরও বলা হয়েছে, উক্ত বিধিমালা লংঘনের কারণে কেন নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এই মর্মে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টার সময় আপনি ঢাকা-১৯ (সাভার – আশুলিয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হল।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর দিন গত ১৯ ডিসেম্বর সাভারের শিমুলতলায় নিজ বাসভবনে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদ।

এসময় তিনি ঢাকা-আরিচা মহাসড়কে জনসভা এবং ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে শোডাউন করেন। এর ফলে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনসমাগম সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Scroll to Top