পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের পর দ্বিতীয় দিন আলোচনায় নওয়াজ শরিফের দল পিএমএল-এন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি এর জোট গঠন নিয়ে। তবে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, পিএমএল-এন, পিটিআই কিংবা অন্য কারও সাথে জোট নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো কথা হয়নি।
শনিবার ১০ ফেব্রুয়ারি পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সূত্রে ডন’র প্রতিবেদনে বলা হয়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল মেনে নিয়েছেন, তার দল সরকার গঠন করতে পারবে না।
পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরীফের সাথে তার বা তার বাবা আসিফ আলী জারদারির কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে বিলাওয়াল বলেন, ‘আমি এ ধরনের কোনো বৈঠক নিশ্চিত করার মতো অবস্থানে নেই। যখন সব ফল আমাদের সামনে থাকবে, তখন আমরা অন্যদের সাথে আলোচনায় বাসার কথা ভাববো।’
বিলাওয়াল আরও বলেন, পিটিআই সমর্থিত কোনও স্বতন্ত্র প্রার্থী এখন পর্যন্ত তার বা কোনও পিপিপি নেতার সাথে যোগাযোগ করেননি। তবে পিপিপি কিছু স্বতন্ত্রপ্রার্থীর সাথে যোগাযোগ করেছে বলেও উল্লেখ করেন তিনি।