নয়াদিল্লি, ২৪ মার্চ – সম্প্রতি দিল্লির আবগারি নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টি জানিয়েছিল জেলে থেকেই সরকার চালাবেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে আটক থাকা অবস্থায় সরকারকে তার প্রথম আদেশ জারি করেছেন। কারাগার থেকে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে বিতর্কের মধ্যেই রোববার (২৪ মার্চ) এই আদেশ জারি করেন তিনি। খবর এনডিটিভি।
জানা গেছে, আদেশটি পানি বিভাগের সাথে সম্পর্কিত। মুখ্যমন্ত্রী এই আদেশ দিল্লি সরকারের মন্ত্রী অতীশির কাছে একটি নোট প্রেরণের মাধ্যমে জারি করেন। সাংবাদিকদের সাথে স্থানীয় সময় সকাল ১০টায় ওই আদেশ নিয়ে কথা বলবেন অতীশি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২১শে মার্চ দিল্লির সিভিল লাইনস এলাকায় তার সরকারী বাসভবনে তল্লাশি চালিয়ে অর্থ পাচার বিরোধী আইনের অধীনে ইডি গ্রেফতার করেছিল। শুক্রবার মদ কেলেঙ্কারিতে কথিত অনিয়মের ক্ষেত্রে তার ভূমিকার বিষয়ে “বিস্তারিত এবং দীর্ঘস্থায়ী জিজ্ঞাসাবাদ” করার জন্য ২৮ মার্চ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে পাঠানো হয়েছিল। এমনকি তার গ্রেফতারের পরেও, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এবং তার দলের নেতারা আশ্বাস দিয়েছেন যে, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন এবং প্রয়োজন হলে জেল থেকে সরকার চালাবেন।
এ প্রসঙ্গে দিল্লির মন্ত্রী অতিশী জানান, কেজরিওয়াল মুখ্যমন্ত্রী আছেন। থাকবেনও। দরকার হলে জেল থেকেই তিনি রাজ্য শাসন করবেন। তিনি দোষী সাব্যস্ত হননি। কাজেই বাধা নেই। একই কথা বলেছেন দিল্লির পরিবহনমন্ত্রী কৈলাশ গেহলট। তিনি বলেন, যেখানেই থাকুন সরকার কেজরিওয়ালই চালাবেন। কোথাও লেখা নেই তাকে পদত্যাগ করতে হবে।
ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে ইডি। তবে তিনি কেজরিওয়ালের মত মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন গ্রেফতার হননি।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৪ মার্চ ২০২৪