জেন-জি শেখ হাসিনার চেয়ে ভালো কি না, পরীক্ষা দিতে হবে

জেন-জি শেখ হাসিনার চেয়ে ভালো কি না, পরীক্ষা দিতে হবে

আলোচনা পর্বে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তসলিমা বলেন, ভাষার ভেতরে উপনিবেশিকতার বিষয়টি অনেক গভীরভাবে কাজ করে। কেবল রাজনৈতিক প্রভাবই নয়; এর লিঙ্গীয় প্রভাবও রয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন এবারের অভ্যুত্থানকে বলা হচ্ছে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’। কিন্তু সবাই স্বীকার করেছেন, এবার বহু ছাত্রী এই আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন; কিন্তু তাঁদের উল্লেখ নেই। ‘ছাত্র’ শব্দটির পরিবর্তে ‘শিক্ষার্থী’ বলাই অধিকতর যুক্তিসংগত হতো বলে মনে করেন মির্জা তসলিমা।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, ভাষার সঙ্গে রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কোনো ভাষাকে না বুঝলে সেই ভাষার সংস্কৃতিকে পুরো বোঝা সম্ভব নয়।

জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ নিজার বলেন, ‘ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আমরা কীভাবে জগৎকে দেখি, কীভাবে চিন্তা করি, সেটিও আমাদের ভাষা। আমাদের এখানে বিউপনিবেশীকরণ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, তা কেবল অতীতে ফিরে যাওয়ার মধ্য দিয়ে সমাধান হবে না।’

উপনিবেশের প্রভাব থেকে বের হতে হলে সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন অনুবাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিবলী নোমান।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Scroll to Top