তবে বেলিংহাম যে মাপের খেলোয়াড়, তাঁর গোল করার ‘অভ্যাস’-এ এমন ছেদ পড়া নিয়ে রিয়াল কোচ কার্লোস আনচেলত্তি নিশ্চয়ই ভাবছেন না। ভাবনার যদি কিছু থেকে থাকে সেটি তাঁর এই ডিসিপ্লিনারি রেকর্ড। বেলিংহামের দেখা ৯টি হলুদ কার্ডের মধ্যে ৫টি লা লিগায়, ২টি চ্যাম্পিয়নস লিগে এবং সুপার কাপ ও কোপা দেল রে-তে দেখেছেন ১টি করে হলুদ কার্ড। এর মধ্যে ৫টি হলুদ কার্ড দেখেছেন রেফারি কিংবা প্রতিপক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে। বাকি ৪টি কার্ড দেখেছেন ফাউল করার অপরাধে।
বেলিংহাম অবশ্য আত্মপক্ষও সমর্থন করেছেন। গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে বলেছেন, ‘একটা কথাই বলতে চাই, রেফারি এবং তাঁর বাঁশি বাজানো নিয়ে যা ঘটার তা ঘটে গেছে। মনে রাখতে হবে তিনিও মানুষ, আমিও মানুষ। আমাকে বিচার করার সময় তাদের আরেকটু বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করা উচিত ছিল। আমি আক্রমণাত্মক কিছু বলিনি।’