জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে কেউ বাধা দিতে পারবে না: আইন উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে কেউ বাধা দিতে পারবে না: আইন উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে, কেউ বাধা দিতে পারবে না।

মঙ্গলবার ১৯ নভেম্বর বাংলা একাডেমি মিলনায়তনে নজরুল ইন্সটিটিউট আয়োজিত ‘২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

এসময় ওত পেতে থাকা ফ্যাসিবাদী শক্তি যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আসিফ নজরুল বলেন, তরুণরা যে অবিশ্বাস্য আন্দোলন করেছে জীবনের মায়া ত্যাগ করে, তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের অনুপ্রেরণা যুগিয়েছে।

তিনি বলেন, সাংস্কৃতিক অঙ্গনে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিগত সরকার। তিনি এ সময় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানান।

GOVT

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার সম্পাক মাহমুদুর রহমান, কবি আবদুল হাই শিকদার, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলীসহ অন্যরা।

Chokroanimation

Scroll to Top