জুলাই শহীদদের সিরিজ জয় উৎসর্গ করলেন লিটন

জুলাই শহীদদের সিরিজ জয় উৎসর্গ করলেন লিটন

শ্রীলংকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সিরিজ জয়টা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছে বাংলাদেশ দল।

সিরিজ নির্ধারণী ম্যাচ পরিবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা বলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে লিটন দাস বলেছেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের জয়ের পর গতকাল তৃতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে এমন দাপুটে জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অধিনায়ক লিটন। বলেছেন, ‘প্রথমত যেকোনো সিরিজ জয়ই ভালো অনুভূতি অধিনায়কের জন্য। আমি মনে করি, আপনারাও অনেক খুশি। বাংলাদেশি সমর্থক যারা ক্রিকেট লাভার, তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ (সিরিজ) জিততে পেরেছি। অনেক খুশি আমি।’

শ্রীলংকায় সিরিজ জয়ে দারুণ একটা অর্জনও হয়েছে লিটনের। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে দেশের বাহিরে দুই টি-টোয়েন্টি সিরিজ জিতলেন লিটন।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল লিটনের বাংলাদেশ। দুই সিরিজের মধ্যে তুলনা করতে গিয়ে লিটন বলেন, ‘দুই সিরিজই আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল। টি-টোয়েন্টিতে ওদের সঙ্গে একটা ট্যাগ যায়। শ্রীলঙ্কার মাঠেও স্বাগতিকদের সঙ্গে একই তকমা থাকে। ওরা যথেষ্ট ব্যালেন্সড টিম। দুইটা সিরিজ আমার কাছে একইরকম।’

Scroll to Top