‘জীবনের ঝুঁকি’ নিয়েও ব্যাটিংয়ে নামতে রাজি ওকস!

‘জীবনের ঝুঁকি’ নিয়েও ব্যাটিংয়ে নামতে রাজি ওকস!

ম্যাচের প্রথম দিনেই পড়েছিলেন ইনজুরিতে। পুরো টেস্টজুড়েই আর মাঠে দেখা যায়নি ইংলিশ পেসার ক্রিস ওকসকে। ওভাল টেস্টের শেষ দিনে অপেক্ষা করছে রোমাঞ্চকর লড়াই। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের ৪ উইকেট। জো রুট বলছেন, ‘জীবনের ঝুঁকি’ নিয়েও ম্যাচ বাঁচাতে ব্যাটিংয়ে নামতে পারেন ওকস।

ওভাল টেস্টের প্রথম দিনেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাম কাঁধে চোট পান ওকস। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। স্ক্যানের পর ইসিবি জানায়, এই টেস্টে আর খেলতে পারবেন না ৩৬ বছর বয়সী পেসার।

তবে শেষ দিনে অবিশ্বাস্যভাবে ব্যাটিংয়ে নামতেও দেখা যেতে পারে ওকসকে! রুট বলছেন, ঝুঁকি নিয়ে হলেও ম্যাচ বাঁচাতে চান ওকস, ‘বাকিদের মতো ওকসও আমাদের সঙ্গেই আছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। ম্যানচেস্টারে পান্ট ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’

তবে রুটের আশা, শেষ দিনে ওকসের ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়বে না, ‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে দলের জন্য তার এই নিবেদনই আসল। ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত থাকা তার চরিত্র ও ব্যক্তিত্বের জানান দেয়। তবে আশা করি খেলা ওই পর্যন্ত যাবেই না।’

Scroll to Top