জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, অনেক হতাহতের শঙ্কা – DesheBideshe

জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, অনেক হতাহতের শঙ্কা – DesheBideshe

ওয়াশিংটন, ২৬ মার্চ – যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি কন্টেইনার জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি সেতুর একাংশ ভেঙে পড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে সেতুর সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি ভেঙে পড়ায় অন্তত ২০ জন মানুষ পানিতে পড়ে গেছে। এঘটনা হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সেতু থেকে বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।

এলএসইজি এর শিপ ট্রেকিং ডেটা অনুযায়ী, কি ব্রিজের যে অংশ ধসে পড়েছে সেখানে ঘটনার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘দ্য ডালি’ ছিল।

বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট জানিয়েছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এক এক্স বার্তায় তিনি জানান, দুর্ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। জরুরি কর্মীরা ঘটনাস্থালে রয়েছেন এবং উদ্ধার কার্যক্রম শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ মার্চ ২০২৪

Scroll to Top