জানা গেল আইপিএল নিলামের দিনক্ষণ

জানা গেল আইপিএল নিলামের দিনক্ষণ

আগামী বছরের আইপিএল নিলামের সম্ভাব্য দিন জানা গেল। সব ঠিকঠাক থাকলে এ বছরের ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে নিলাম হবে। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০টি দলকে জানাতে হবে, তারা কোন ক্রিকেটারদের রেখে দিচ্ছে।

‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ আইপিএলের নিলাম আগামী ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে। তারা ১৩ থেকে ১৫ ডিসেম্বর সম্ভাব্য দিনের কথা বলেছে। এবারের নিলাম হবে ভারতেই। ২০২৩ সালে দুবাইয়ে এবং ২০২৪ সালে সৌদি আরবের জেদ্দায় নিলাম হয়েছিল।

এবারের নিলামে দলে সবচেয়ে বেশি পরিবর্তন করার সম্ভাবনা চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। তারা গত আইপিএলে পয়েন্ট তালিকায় সকলের নিচে থেকে শেষ করেছিল। তারা নিলামের আগে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, স্যাম কারেন এবং ডেভন কনওয়েকে ছেড়ে দিতে পারে।

এমনিতেই সিএসকে বাড়তি ৯ কোটি ৭৫ লাখ টাকা নিয়ে এই নিলামে নামবে। কারণ, রবিচন্দ্রন আশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। তাকে এই টাকাতেই কিনেছিল চেন্নাই।

বেঙ্কটেশ আয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স কী করে, সেটিও দেখার বিষয়। গত বছর বড় নিলামে কলকাতা নাইট রাইডার্স বেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছিল। কিন্তু, তিনি একেবারেই ভালো খেলতে পারেননি। মোহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি নটরাজন এবং ওয়ানিন্দু হাসরাঙ্গাকেও তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ছেড়ে দিতে পারে।

আগামী বছরের আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হওয়ার কথা রয়েছে।

Scroll to Top