জাতীয় সনদে নতুন সংযোজনের প্রস্তাব ঐকমত্যের পরিপন্থী: বাংলাদেশ জাসদ

জাতীয় সনদে নতুন সংযোজনের প্রস্তাব ঐকমত্যের পরিপন্থী: বাংলাদেশ জাসদ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় সনদে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতি তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ। দলটি জানিয়েছে, এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের পূর্বঘোষিত সিদ্ধান্তের পরিপন্থী এবং অশুভ উদ্দেশ্য প্রণোদিত।

আজ (১১ অক্টোবর) শনিবার জাসদের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া সাক্ষরিত এক চিঠিতে  এই অবস্থান জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, এরপর থেকে জাতীয় সনদে কোনো পরিবর্তন বা নতুন সংযোজন গ্রহণ করা হবে না। সেই সিদ্ধান্তের পরও কমিশনের পক্ষ থেকে নতুন বিষয় উত্থাপন ঐকমত্যের লঙ্ঘন।

জাসদ আরও জানায়, উত্থাপিত বিষয়টি একটি রাজনৈতিক বিষয়, যা আদালতের রায় অনুযায়ী ভবিষ্যতে নির্বাচিত জাতীয় সংসদে নির্ধারিত হওয়ার কথা। তাই এটি কমিশনের আলোচ্যসূচিতে আনা অযৌক্তিক।

চিঠিতে দলটি স্পষ্ট জানায়, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান (সংবিধানের ৪(ক) ধারা) জাসদ সমর্থন করে এবং একে বিলুপ্ত করার প্রস্তাবের বিরোধিতা করে।

Scroll to Top