জাতীয় পার্টির জন্য কতটি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ? | চ্যানেল আই অনলাইন

জাতীয় পার্টির জন্য কতটি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ? | চ্যানেল আই অনলাইন

জাতীয় পার্টির চাওয়া ছিলো কমপক্ষে ৪০টি আসনে লাঙলের প্রার্থীদের ছাড় দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর দফায় দফায় হয়েছে দুই দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের বৈঠক। শেষ পর্যন্ত ২৬টি আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে রাজী হয়েছে আওয়ামী লীগ। যেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জন্য ২৩টি আসনে ছাড় দিয়েছিলো ক্ষমতাসীন দল। নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। 

তবে এখন পর্যন্ত সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া ২৬টি আসনে নৌকার কোন প্রার্থী থাকবে না। দলটি ভোট করবে লাঙল প্রতীকে। কিন্তু জাতীয় পার্টির নেতারা চাইছেন ওই সব আসনে আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরও তুলে নিতে হবে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত সবুজ সংকেত পাওয়া যায়নি। তাই আজ শনিবার আবারও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় পার্টির নেতৃত্ব।

Bkash

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বৈঠক প্রসঙ্গে বলেছেন: জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈঠক সফলভাবেই শেষ হয়েছে। রোববার বিস্তারিত জানানো হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ জানিয়েছেন: সবার সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত। জাতীয় পার্টি আমাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। তারা বিভিন্ন বিষয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে। আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি।

Reneta JuneReneta June

আসন সমঝোতায় খুশি কিনা সে বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন: খুশি কী অখুশি তা কিছুই বলবেন না তিনি। আরও আলোচনা হবে।তবে ২৬ আসনে সমঝোতার বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।

জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার রাতে আওয়ামী লীগ ও জাপার নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির (নানক), যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। জাপার পক্ষে ছিলেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক।

বর্তমান একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে চারজনকে দলটি মনোনয়ন দেয়নি। আসন চারটি হলো লালমনিরহাট-৩, রংপুর-১, পিরোজপুর-৩ ও ময়মনসিংহ-৪।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদের ১৯ এমপির আসনের পাশাপাশি নতুন করে আরও সাতটি আসনে জাপার সমর্থনে দলীয় প্রার্থী সরিয়ে নেবে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ ২৮ রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৪ দলীয় জোটের রয়েছে ৬টি দল। যার মধ্যে তিনটি দলকে সাতটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ছাড় দেবে ২৬টি।

Scroll to Top