২০২০ সালে যাত্রীবাহী উড়োজাহাজে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘের উড়োজাহাজ চলাচল কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে যুক্তরাজ্য, কানাডা, সুইডেন ও ইউক্রেন।
সেই ঘটনায় বিমানে থাকা ১৭৬ যাত্রীসহ ক্রুয়ের সবাই প্রাণ হারান। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে বেসামরিক বিমানে অস্ত্র ব্যবহার করার অভিযোগ দায়ের করা হয়।
২০২০ সালে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের উড়োজাহাজটি তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে টেকঅফের পরপরই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উড়োজাহাজটিকে বিধ্বস্ত করা হয়।
ঘটনার ৩ দিন পর ইরান জানায়, তাদের রেভ্যুলুশনারি গার্ড ভুলবশত বিমানটিতে দুইটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
ইরানের জেনারেল কাসেম সোলেইমানির হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটে।