চিড়িয়াখানায় জলহস্তির আক্রামণে মৃত্যু হয়েছে সেখানকার একজন পরিচ্ছন্নতাকর্মীর। ১ জন সিনিয়র দেখভালকারী এবং ১ জন পরিচ্ছন্নতাকর্মী জলহস্তির ঘর পরিস্কার করতে গেলে জলহস্তিটি তাদের আক্রমণ করে। ১ জন কোনভাবে জন্তুটির হাত থেকে পালাতে পারলেও অন্যজন ঘটনাস্থলেই মারা যান।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের লখনউ শহরে ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল গার্ডেন নামক চিড়িয়াখানায় এই দুর্ঘটনা ঘটে। জলহস্তির ঘরে যারা ঢুকেছিলেন তারা উভয়ই প্রশিক্ষণপ্রাপ্ত। যিনি মারা গেছেন, তিনি প্রায় ১০ বছর ধরে এই চিড়িয়াখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। জন্তুটি আক্রমণ করলে সিনিয়র দেখভালকারী রেলিংয়ের উপর উঠে প্রাণ বাঁচান, আক্রমণের শিকার হন পরিচ্ছন্নতাকর্মী।
জলহস্তির ঘরটিতে ৩টি সেল আছে। দর্শকরা যেখানে তাকে দেখতে পায়, সেই সেলেই তাকে রাখা হয়। সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকে, তাই ওইদিনই ঘরটি পরিষ্কার করা হয়। নিয়ম অনুযায়ী সাফাইয়ের সময় প্রাণীটি পিছনের দিকের একটি ঘরে স্থানান্তরিত করা হয়। পরিষ্কার করা না হওয়া পর্যন্ত প্রাণীটি ঘরে তালাবদ্ধ থাকে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খাঁচাটি ঠিক মতো লক না করার কারণে এই বিপদ ঘটেছে।
জলহস্তি আক্রমণ করার পর অ্যালার্ম বাজাতেই চিড়িয়াখানার অন্যান্য কর্মীরা ছুটে আসেন। অবিলম্বে কর্মীরা প্রাণীটিকে তালাবদ্ধ করে, আহত কর্মীকে উদ্ধার করেন। উদ্ধারের পর সুরজ নামক ওই পরিচ্ছন্নতাকর্মীকে দ্রুত হাসপাতালের নিয়ে যাওয়া হয়। চিকিৎসার চলাকালীনই মৃত্যু হয় তার।
কয়েক সপ্তাহ আগেই ভারতের কানপুরের অ্যালেন ফরেস্ট চিড়িয়াখানা থেকে জলহস্তীটিকে লখনউ চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।