এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সারা পৃথিবীর সকল অঞ্চলেই প্রভাব ফেলছে জলবায়ুর পরিবর্তন। এমনকি আকাশ পথে চলাচলকারী বাহনগুলোতেও পড়ছে এর প্রভাব। সম্প্রতি মাঝ আকাশে আচমকা বাতাসে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীর মৃত্যুসহ, ৩০ জন যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনার জন্য জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে।
বিবিসি’র তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে- আকাশ পথে গত ৪ দশক আগে যেই উড়োজাহাজগুলো চলাচল করেছে সেগুলোর তুলনায় বর্তমান সময়ের বিমানগুলোতে বেশি টার্বুলেন্স বা ঝাঁকুনি অনুভূত হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত রুট নর্থ আটলান্টিকের ওপর ১৯৭৯ এবং ২০২০ সালের মধ্যে টার্বুলেন্স এর বার্ষিক সময়কাল ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
টার্বুলেন্স কী?
অস্থির বায়ুকেই টার্বুলেন্স বলা হয়। বৈজ্ঞানিক পরিভাষায়, এটি বাতাসের অনিয়মিত এবং অপ্রত্যাশিত গতির প্রবাহ। এমন বাতাসে উড়োজাহাজ চলাচল করলে তা অনেক সময় ভারসাম্য হারিয়ে ফেলে। টার্বুলেন্স প্রায়শই উড়োজাহাজে অস্থিরতা এবং কম্পন সৃষ্টি করে। কখনও কখনও এটি যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে। তবে উড়োজাহাজগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি টার্বুলেন্স মোকাবেলা করতে পারে।
টার্বুলেন্স কেন হয়?
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিং আবহাওয়াবিদ্যা বিভাগের একজন টার্বুলেন্স গবেষক বলেছেন, গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে, মেরু অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলের বায়ুমণ্ডল দ্রুত উষ্ণ হচ্ছে। তাপমাত্রার এই পার্থক্য বায়ুর স্রোত বৃদ্ধি করে, ফলে বায়ু আরও অশান্ত হয়ে ওঠে।
যদিও শীতকাল আকাশ পথে বাহন চলাচলের জন্য সবচেয়ে উত্তাল ঋতু হলেও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে ২০৫০ সালের মধ্যে গ্রীষ্মকালেও আকাশ পথে চলাচল কঠিন হয়ে উঠবে।
যাত্রার সময় টার্বুলেন্স হলে করনীয়
আকাশ পথে যাত্রার সময় গুরুতর টার্বুলেন্স অনুভূত হলে শান্ত থেকে ফ্লাইট অ্যাটেনডেন্টের নির্দেশাবলী অনুসরণ করা উচিত। সুরক্ষার প্রথম ধাপ হিসেবে যখনই সম্ভব সিট বেল্ট পরার গুরুত্বের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হালকা টার্বুলেন্সে উড়োজাহাজ দুলতে বা সামান্য কাঁপতে পারে এবং যাত্রীরা সামান্য ঝাঁকুনি অনুভব করতে পারেন।
নাসার মতে, ১৯৮২ থেকে ২০২০ সাল পর্যন্ত বাণিজ্যিক বিমানের টার্বুলেন্স সংক্রান্ত শুধুমাত্র ১১টি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
ভবিষ্যতে টার্বুলেন্স থেকে কেমন বিপদ হতে পারে
রিডিং বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী অধ্যাপক পল উইলিয়ামস বলেছেন, জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে এয়ার টার্বুলেন্স বাড়াবে। এক দশকের গবেষণার পর, আমাদের কাছে এখন এই বিষয়ের প্রমাণ রয়েছে। টার্বুলেন্স বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামীতে টার্বুলেন্স পূর্বাভাস এবং শনাক্তকরণ ব্যবস্থায় আমাদের মনোযোগ দিতে হবে।