জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, বেড়েছে জ্বালানি তেলের দাম

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, বেড়েছে জ্বালানি তেলের দাম

সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব জর্ডানে গত রাতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্রের তিন সৈনিক নিহত হন। এ ছাড়া আরও অনেকে গুরুতর জখম হয়েছেন। এই হামলায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। কারণ, পশ্চিম এশিয়ায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের ওপর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

এদিকে সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরার তেলবাহী ট্যাংকারে হুতিদের হামলায় লেগে যাওয়া আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও তারা এখন লোহিত সাগর পথে জাহাজ চালানোর আগে দ্বিতীয়বার ভেবে দেখবে বলে জানিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত জাহাজে হামলার আশঙ্কা থাকায় বাজারে প্রভাব পড়বে।

তেল সরবরাহ নিয়ে আশঙ্কার পাশাপাশি মার্কিন অর্থনীতি নিয়ে ইতিবাচক খবর ও চীনের প্রণোদনা প্যাকেজের কারণে দেশটির চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তেলের দাম বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তেলের বাজার নিয়ে যে একধরনের আত্মতুষ্টির মনোভাব ছিল; অর্থাৎ দাম খুব একটা বাড়বে না, তা হারিয়ে গেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষণকারী সংস্থা আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সিকামোর।

Scroll to Top