লেবাননের সঙ্গে বাংলাদেশ এই এক বছরের মধ্যে তিনবার মুখোমুখি হয়েছে। গত বছর বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হার ২-০ গোলে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে ঢাকায় ১-১ ড্রটা প্রশংসা পেয়েছে সবার। কিছুটা চেনা প্রতিপক্ষ লেবাননকে নিয়ে কাবরেরা ম্যাচের আগে বলেছিলেন, ‘ভিন্ন ভিন্ন কোচের অধীন ওরা আমাদের সঙ্গে খেলেছে। আগের চেয়ে এখন তার ভিন্ন একটি দল; যারা সাফের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক, আরও বেশি শারীরিক শক্তিনির্ভর। ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় তো আছেই। তবে আমি মনে করি, আমাদের যে ম্যাচ পরিকল্পনা আছে, লেবাননের কৌশলের সঙ্গে মানিয়ে খেলার মতো।’
কিন্তু তাঁর কোনো পরিকল্পনাই কাজে আসেনি। একেক ম্যাচে একেক রক্ষণ লাইন নামিয়ে হজম করেছেন একের পর এক গোল। অস্ট্রেলিয়ার কাছে ৭-০, ফিলিস্তিনের কাছে ৫-০ এরপর আজ ৪-০। ৬ ম্যাচের প্রতিটিতেই গোল খেয়েছে। দেশের খেলোয়াড়দের বাজার চড়ছে প্রতিনিয়ত। কিন্তু এবারের বিশ্বকাপ বাছাইয়ের যার কোনো প্রতিফলনই দেখা গেল না জামাল ভূঁইয়াদের পায়ে।
বাংলাদেশ একাদশ: মিতুল, তপু, তারিক, শাকিল, সাদ উদ্দিন, ইসা ফয়সাল, সোহেল রানা, জামাল, মোহাম্মদ হৃদয় , শেখ মোরছালিন, রাকিব হোসেন।