ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা ট্রাকে হামলা হয়েছে। বৃহস্পতিবার ২১ ডিসেম্বরের এই হামলাটি এক মাসেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে সেনাবাহিনীর ওপর দ্বিতীয় হামলা।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চ এলাকায় সেনা ট্রাকের ওপর হামলা হয়েছে। হামলার অঞ্চলে একটি শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে।
সূত্র জানিয়েছে, সন্ত্রাসীদের হামলায় আহত সেনা সদস্যদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, এলাকায় সেনাবাহিনীর একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানের পর তদন্ত চলছে।
গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনী এবং এর বিশেষ বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল। গত কয়েক বছরে এই অঞ্চলটি সন্ত্রাসীদের আড্ডাস্থল এবং সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।
চলতি বছরের এপ্রিল এবং মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়েছিল। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছে।