জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে পারলেন না শাহরুখ খান, চাইলেন ক্ষমা – DesheBideshe

জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে পারলেন না শাহরুখ খান, চাইলেন ক্ষমা – DesheBideshe

মুম্বাই, ০২ নভেম্বর – সকাল থেকেই কিং খানকে একঝলক দেখার জন্য প্রহর গুনছিলেন ভক্তরা। কিন্তু শেষমেশ সেই আশা পূরণ হল না। প্রতিবারের মতো এবার আর নিজের জন্মদিনে শাহরুখ মান্নাতের বারান্দায় এসে হাত নাড়ালেন না। অনুরাগীদের দিকে ছুড়ে দিলেন না ফ্লায়িং কিস। যে কারণে সকলের কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি।

এই মুহূর্তে মান্নত ছেড়ে অস্থায়ী ঠিকানা আলিবাগে থাকেন শাহরুখ ও তার পরিবার। জল্পনা চলছিল তাহলে কি এইবছর মান্নতের বারান্দা থেকে তার সেই আইকনিক ‘বার্থডে অ্যাপিয়ারেন্স’ দেখতে পাওয়া যাবে না? সেই আশঙ্কাই সত্যি হল।

এদিন এক্স হ্যান্ডেলে শাহরুখ এর জন্য দুঃখপ্রকাশ করেন। সঙ্গে কেন এবার সিদ্ধান্ত নিয়েছেন সেটাও ব্যাখ্যাও দিলেন । এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমি বাইরে বেরিয়ে আপনাদের সকলের সাথে দেখা করতে পারবো না।’

‘আপনারা এতজন প্রিয় মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সকলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ক্ষমা চেয়ে শাহরুখ বলেন, ‘আপনাদের সকলের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি। আপনারা বিষয়টি বুঝবেন এবং বিশ্বাস করুন আপনাদের চেয়ে আমিই বেশি মিস করব এই দেখাটি।’

শেষে লিখেছেন, ‘আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই।’

এনএন



Scroll to Top