মুম্বাই, ০৮ জানুয়ারি – বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো প্রকাশ করলেন তাদের সন্তানের নাম। ২০২৪ সালের ৭ নভেম্বর ছেলে সন্তানের বাবা–মা হন এই তারকা জুটি। সন্তানের জন্মের পর দীর্ঘদিন নাম ও ছবি গোপন রাখলেও, জন্মের প্রায় দুই মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নাম জানালেন ক্যাটরিনা।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে সন্তানের ছোট্ট হাতের ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, “আমাদের আলোর রশ্মি—বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
‘বিহান’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভোর বা সকাল—যা নতুন শুরুর প্রতীক হিসেবেই ধরা হয়। দীর্ঘদিন ধরে ভক্তরা ভি-ক্যাট দম্পতির সন্তানের নাম জানার অপেক্ষায় ছিলেন। পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের উচ্ছ্বাসে ভরে ওঠে মন্তব্যের ঘর।
ক্যাটরিনার পোস্টে ভালোবাসা জানিয়েছেন বলিউডের বহু তারকা। পরিণীতি চোপড়া লিখেছেন, “ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।” দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশন, অদিতি রাও হায়দারিসহ আরও অনেকেই বিহানকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬





