অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘ইংল্যান্ডের মতো গণতান্ত্রিক দেশেও আমলারা প্রভাব বিস্তার করেন, এটা সত্য কথা। তারপরও আমরা তো ১৯৭১ সালে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য যুদ্ধ করেছি। গণতন্ত্র ফেরাতে বহুভাবে চেষ্টা করেছি। ৫৩ বছর চলে গেল। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না।’
রাজনীতিতে এখন কঠিন সময় চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এত কঠিন সময় অতীতে কখনো আসেনি। নষ্ট সময় এসে গেছে। দেশের রাজনীতির পাশাপাশি ভূরাজনীতি একটা বড় বিষয় হয়ে উঠেছে। বিএনপি প্রতিকূলতা, বৈরী অবস্থা ও যন্ত্রণার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানান তিনি।
বুদ্ধিজীবীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দয়া-দাক্ষিণ্য পেলে বুদ্ধিজীবীরা বিচলিত হয়ে যান। তাঁরা একটা প্রকল্প, একটা ভালো চাকরি, একটা পত্রিকার মালিকানা, ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান। এটা প্রায়ই হচ্ছে। দেশ রক্ষায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে বুদ্ধিজীবীদেরও এগিয়ে আসতে হবে।