জনগণের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম বিভাগীয় ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। বিএনপি এখনো বিরোধী দলেই আছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।