জঙ্গল সলিমপুরে পাহাড় কাটায় মাদ্রাসা পরিচালককে জরিমানা

জঙ্গল সলিমপুরে পাহাড় কাটায় মাদ্রাসা পরিচালককে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে এক মাদ্রাসা পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাহাড় কাটার সময় ‘পলাতক’ বাঁশখালী উপজেলার তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গল সলিমপুরে কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে পাহাড় কেটে প্লট বিক্রি করার অভিযোগ পেয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পেয়ে হযরত খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার পরিচালক আব্দুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’র ৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ছিন্নমূল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে একই অপরাধে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অ্যাডভোকেট ইমরানুল হক, আব্দুল হক এবং পাহাড়তলীর নুর-নাহারের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ নং (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। এছাড়া অপর একটি পাহাড় কাটার অপরাধে ঘটনাস্থলে অনুপস্থিত তিন ব্যক্তির নামে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও সীতাকুণ্ড থানার এসআই নাসির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।

Scroll to Top