এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেবেন সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকার দুটি হাসপাতালে আহতদের চোখের রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দেওয়া হবে বলে জানা গেছে।
রোববার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেনে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুরের ‘সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল’, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আসা বিশেষজ্ঞ রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন।
আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে এই চিকিৎসা কার্যক্রম চলবে।
![GOVT](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/09/GOVT.jpg?fit=300%2C300&quality=100&ssl=1)
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ ০১৩৩৭৩৪৩৩৮৯ (এনআইও অ্যান্ড এইচ) হটলাইন: ১০৬২০ (বাংলাদেশ আই হসপিটাল)
![](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2024/02/Channeliadds-Reneta-16-04-2024.gif?fit=300%2C250&ssl=1)